যদি আমরা বেঁচে থাকি
তবে সবিই আমার।
মরে গেলে কিছুই থাকলোনা।


সব বুঝার পরেও
কিছু উদ্ধতা কিছু কুসংস্কার;
আমাদের ধরেছে আঁকড়ে ।
উপভোগ করবো জীবন,
মহামারীকে তাড়িয়ে।


এতো ভয়াবহতা দেখেও কেনো,
ওরা পথে দাঁড়িয়ে?
বুঝতে কি পারছেনা;
মারণ রোগ আসছে ধেয়ে ধেয়ে!


সকলে আমরা দায়িত্ববান হবো,
কাঁধে কাঁধ দিয়ে রুখে দাঁড়াবো;
নোংরা ও জীবাণু দূরে সরাবো ।
এসো আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই,
সুস্থ্য থেকে যেন জীবিত রই।