জীবনের মূল্য থাকা আর না থাকায়,
যার আছে শতকিছু;প্রকৃত সেই - তো ভীতু!
ভয় হীন জীবন শূন্য থাকে যে জীবন।
জলে কেও ভাসে শব হয়ে,কেও ভাসে শব না হতে।
জীবন ও মৃত্যুর মাঝে সূক্ষ্ম সরল রেখার,
এপার ওপার থেকে শুধু  বাঁচা না বাঁচার সংগ্রাম।


হেরে যাওয়ার মধ্যেই সফলতার স্বাদ,
নদী ভাঙনের মাঝে  শুষ্ক নদ- নদী,খাল- বিল ও ডোবার নতুন জীবন।
মাঝি,জেলে ও মাছরাঙা নদীর নতুন রুপ সাজায়,
শুষ্ক হওয়ার পর- ই সবুজ হওয়া প্রাকৃতিক রুপ;
এই রুপ সবার জীবনে আসে না।