জন বিয়োজন
বৃদ্ধি,বুদ্ধি,দুয়ে ব্যাপক চাঞ্চল্য
বৃদ্ধি হলো কিন্তু মানুষ আর সজাগ হলো না,
মানুষ হয়েও বাস্তুতন্ত্রকে মানলো না।


স্থলকে ধ্বংস করে জনসংখ্যা বাড়ালো
গাছ কেটে রাস্তা, বাড়ি, শিল্প হলো
কিন্তু চারাগাছ লাগালো না।


স্কুল বাড়লো, শিক্ষক বাড়লো,ছাএ বাড়লো
কিন্তু শিক্ষার মান আর বাড়লো না।

নিষিদ্ধ ভ্রন হত্যা বাড়লো,অপুষ্টিতে ভুগলো,
হসপিটালে বেড বাড়লো, গর্ভ নিরোধ ট্যাবলেট
খেল,তবু ও জনসংখ্যা হ্রাস হলো না।


অক্সিজেন কমলো,বাসস্থান ঘনতর হলো,
বেকারত্ব বাড়লো, খাদ্যাভাব হলো
কিন্তু চাষের জমি তো আর বাড়লো না।  


এর সদুত্তর তুমি পাবে ,যদি গিয়ে জিগ্গেস করো;
ঐ অনুর্বর জমি, অকালে কাটা গাছকে,
কিন্তু একথা বলতে নেই কোন সন্তান হারা মাতাকে।