করোনাই করুণ কাহিনী,
আনাচে কানাচে দেশ-বিদেশে।
সর্বত্রই হাহা-কার পথে-ঘাটে,
পেটের দায়ে বিদেশে জন খাটে।


দীন মজুরদের করুণ কাহিনী,
দিতে ব্যর্থ হয়েছি-----;
তাদের করুণার হাতছানি!


করোনার কাছে করুণরাই
বেশি কবলিত--------।


তারপরেও নাখেয়ে নিজে,
পন্য বহন করেছে পিঠে ।
কোন কালই শেখেনিকো
প্রাপ্প তাদের দিতে।


যে খাবার ঘরে বসে খাই,
ভেবে কি দেখেছি আমরা
সেই খাবার কি করে পাই?


আমরা সবাই সবার জন্য,
প্রয়োজনীয় সাহায্য দিয়ে;
করিও তাদের ধন্য।


                মোঃ জিয়াউল হক