মা ভাষার ভান্ডার তুমি,
জীবন ধারণ শিখিয়েছো চিরদিনই।
প্রথম অভিব্যক্তির ধ্বনি
ভাষার প্রথম কারিগর ও তুমি।


মাতৃভাষা কি শুধুই অর্থ ভান্ডার?
না,না---
ভাবনাটা খুবই সংকীর্ণ,
সত্যি কথাই তা হলো জীবন ধারা।
যা সারা জীবন ধরে বিস্তৃর্ন
যা শেখাইশুধুই মা।


জীবনে শব্দ ভান্ডার ছাড়াও
মা শেখায় অভিব্যক্তির ভাষা।
ভূলে গেলে তো হবে না,
মায়ের জন্যই  মূক  বলে কথা
মুখ ছাড়া-------
সার শূন্য  হবে মাতৃভাষা
যদি হয় মাতৃ ছোঁয়া ছাড়া।
তাই ভাষা দিবসে
মা তোমাকে হাজারো প্রনাম