বাঁচার তাগিদে মানুষ কি-ই না করে,
বাড়ি ফিরতে মরিয়া!
জীবন-ঝুঁকি নিয়ে চলতে শুরু করে,
পথ চলতে খাবার না, ভাগ্য-ই সম্বল।
ক্লান্ত হয়ে পড়লে পথেই বিশ্রাম,
রাত হলে তাড়াতাড়ি  কেউ-ই পথে নেই;
কিছু লাঞ্ছনা, অপমান ও মারের ভয়।


যাঁদের হাতে বাসস্থান- অট্টালিকা তৈরি হয়
এই মুহূর্তে এঁরা-ই বেশি অসহায়।
এই করে আর কতদিন চলবে
দুর্দশার মর্মাহত দৃশ্য------,
এঁরা-ই অনাবাদী জমিতে ফলায় শস্য!
ছোট্ট ছোট্ট শিশুরাও নিরাপদে নেই,
ক্ষুধার জ্বালায় এদের চোখে ঘুম নেই।


চিকিৎসা,খাবার ও বাসস্থান প্রয়োজন জীবনে
সাহায্য করিও যাঁরা দীন-খাটে দীন-আনে