এই‌ শহর স্বার্থ খুঁজে বরাবরই নিঃস্বার্থ হারায়
অসাধারণের আশায় স্বাদ পায় না‌ সাধারণ ভাষায়
যত্ন ভুলে রত্নের তরে হাত‌ বাড়ায়
তাই তো আমার বড্ড ভয় হয়!
আমি তো‌ নিঃস্বার্থ
আমার ভাষা তো সাধারণ
আমি তো কেবল ছোট ছোট যত্নের ফেরিওয়ালা
আমি তো শুধুই---
এক বুক চিন্তা কিংবা দুঃখ পুষে রেখে
তোমার চোখে চোখ রেখে দিতে পারি হাসি।
আমি তো শুধুই---
সমঝোতা, জানা-বোঝা‌ আর চোখে চোখ রাখার
প্রাচীন প্রেমে বিশ্বাসী।
আমি তো শুধুই---
শূন্য পকেটেও যেমন, বিশ্বজয়ের পরেও তেমন
বলতে পারি, আমার তুমি হলেই চলবে।
শুধু তোমাকেই‌ ভালোবাসি!