আমার স্বপ্ন একবার নৌকাতে ভেসে ভেসে
হারিয়ে যাবো সাত সাগরের এডিনবরার দেশে।
ছোট্ট একটা বাবুই পাখির ঘরে
ক্লান্ত হবো, বুক জুড়াবো, সন্ধ্যেবেলা ফিরে।
তারপর মুষলধারে বৃষ্টি হবে
তোমার আমার কথা হবে
তোমার কথার সুবাস নিতে, তোমায় কাছে ডাকবো।
তারপর সত্তর বছর পর
ধূমকেতুর মতো মৃত্যু কিংবা ঝড়
যদিও আসে আমাদের ভাগ নিতে, তবুও তোমাকেই ভালোবাসবো।