খুলে দেখি আসমানী বই
হতে পারি নকল কিছু আসল মানুষ নই।
জীবন দিলেন যেই মহীয়ান, কেমন বিচার তাঁর!
মৃত্যু শেষে নতুন জীবন; হিসেব কষে বাঁচার শেষে হইতে হবে পার।


ফিরে দেখি দুনিয়ার রঙ
কত সুন্দর লোভ জাগানো হাজার রকম ঢঙ
আকাশ সমান দালান, তার উপরে অহংকারের মান
হিসেব আমার হচ্ছে না শেষ, কত রকম অভিমান
কত চাওয়ার পাওয়া শেষে কত চাওয়ার শুরু
কত গল্প, কত সাহসী হয় ভীরু!


মেলে না তাই পাই না খুঁজে বেঁচে থাকার অর্থ,
আসে না বুঝে, কেইবা সফল আর কেইবা চির ব্যর্থ।