আমি আমার জীবনে খুব বেশি জটিলতার সম্মুখীন হইনি।
তবে যেটুকু হয়েছি, তা আমাকে তীব্র আঘাত করেছে।
আঘাতে আমি ভেঙেচূড়ে যাইনি বটে,
জখম হয়েছে আমার হৃদয়।
রঙিন হয়েছে বেদনার রঙে।
আচ্ছা, বেদনার কী রঙ আছে?
প্রথমে আমার মনে হয়েছিল নেই।
কিন্তু আমার এ ধারণা মাত্রই ভুল!
বেদনার রঙ গাঢ় সবুজ।
দেখলে বোধ হয় কালো রঙের কিছু একটা।
অথচ একটু ভালো করে চোখ মেলালেই,
একটু সয়ে যেতে পারলেই,
সবুজ হয়ে ওঠে।
জ্বালিয়ে তোলে যে কাউকে।
মরে যাওয়া জীবন্ত লাশ
আবার বেঁচে ওঠে,
হয় নীরব আকাশ!