এই বুকে নীল নদ
এই জীবন তোমার মসনদ
চোখে তামু ম্যাসিফের আগুন
হৃদয়ের গভীরে আতঙ্কের ঘুন।


ঝরে গেছে হাতে থাকা টিউলিপ কিংবা গোলাপ
না মরেই বেঁচে আছি, কারণ আত্মহত্যা মহাপাপ।
প্যান আমেরিকান হাইওয়ের মতো
দীর্ঘ দুঃখ আসে যত
হেঁটে হেঁটে পাড়ি দিতে পারিনাতো
ক্ষতগুলো বোধয় তাই এতটা পরিণত!


চাঁদের মতোই আলোহীন আমি
মুখোশ পরে আলোকিত হই
কেউ বোঝেনা আমার আমি
তোমার খোঁজেই রই।
আমার এই আকাশে শত মেঘ জমা
এই বিরহের কারণ তুমিই, ওগো প্রিয়তমা।