অনেক বেশিই অবাক হয়েছিলাম,
যখন তুমি অচেনা-অজানা একজন
অতীব চেনা-জানা বেশভূষায় এসেছিলে,
বলেছিলে ভালোবাসো।
দুই ঠোঁটের মিষ্টি হাসিতে
তীব্র প্রেম জমে ছিল তোমার
যেভাবে আমার আকাশে
কিংবা নিঃশ্বাসে-প্রশ্বাসে
মেঘ জমে জমে ঘন অরণ্যের দেখা মেলে।
যেন কতকাল হয়ে গেছে
মেঘ থেকে হয়নি বৃষ্টি,
ঘন সেই অরণ্যে কখনোই কারো পড়েনি দৃষ্টি;
অথচ এই বোকা শহর প্রার্থনা করে রোজ
সেই হাসিটুকু অমলিন থাকুক।
আমিই নাহয় হলেম নিখোঁজ!