কন্যা, তুমি চাঁন্দের বাতি
জ্বলতি থাকো আঁধার রাতি
নিভাইতে চাই নিভে না সে
উতলা খুন বুকের মাঝে।


কন্যা, তুমি চাঁন্দের বাতি
তোমার প্রেমে গভীর রতি
ফুঁইটা থাকো কোন আকাশে
জীবন খালি তোমায় খোঁজে।


কন্যা, তুমি চাঁন্দের বাতি
মন বোঝে না লাভ কি ক্ষতি!
এই হৃদয়ের সুখ যে কিসে!
তোমাতেই রয় সকাল-সাঁঝে।


কন্যা, তুমি চাঁন্দের বাতি
চাই না আমার হীরা-মোতি
আসতা যদি বধূর বেশে
কাটতো জীবন নয়ন বুজে।