যদি কেউ বুঝতো,
যদি কেউ খুঁজতো,
একটা ছেলে অনেক অসুস্থ।

অসুস্থতার মানচিত্রে তবে সে
ঘড়ির কাঁটার ক্লান্তি  শেষে,
কোনো হিমালয়ের শীতল বাতাসভর্তি স্যুটকেসে
হাজিরা দিয়ে হয়ে যেত ব্যস্ত।
খুঁজতে থাকতো হাজার ভিড়ে
মানুষ শুকতারা পায় যেমন করে,
একটা ছবি আঁকতো আমায় ঘিরে
দৈর্ঘ্যে অজানা, কল্পনার প্রস্থ!


হয়তো সেদিন সে প্রেম আকাশে
আটকাতে পারতো সূর্যাস্ত।