'আসসালামু আলাইকুম' বলে দেই দাওয়াত,
যখনি পাই দেখা কারো সারাটি দিন-রাত।
সালাম মাঝে আল্লাহ তায়ালা দিলেন মধুর সুর,
ছোট-বড় নেই ভেদাভেদ, সব হয়ে যায় দূর।
হিংসা যত ছিল দীলে, ছিল অহংকার,
দূর করতে চাইলে সালাম দেই মোরা বারবার।
সালাম মানে নেকীর পাহাড়, জান্নাতী নঁকশা;
ভালোবাসা দিয়ে মেটায় নফ্সের পিপাসা।
সালাম এমন মিষ্টি কথা রবের শেখানো,
এর মাঝেতে মুসলিমেরা ভাইয়ে ভাইয়ে সাজানো।
তবে সালাম যদি চাই শুধু পেতে,
দেইনা দম্ভ হৃদে,
কিয়ামতের আলামত এক বেঁধেছে বাসা
আমার গোপন অভ্যাসে।
সালাম হোক প্রতি জবানের ডাক,
বিশ্বজনের কথা;
সালাম দিয়েই হোক সূচনা,
দায়ী জীবনের গাঁথা।