সুখের আশায় কিংবা শখের নেশায়
কাটানো জীবন শেষে,
কোনো এক পূর্ণিমার রাতের স্বপ্নে
অস্পষ্ট দেখা যায় এই পৃথিবী।


তবুও চেষ্টার নেই কমতি।
যতটুকু করা যায়,
ছুটছে সবে অচিন মোহের টানে
যত আগে যাওয়া যায়।


শখ মিটে যায়, হয় না শখের শেষ!
সুখী হতে চায় তবু!
অর্থের মাঝে সুখ খুঁজি,
শখের সমাপ্তিই কী সুখের দেখা কভু?


এক কাপ শখের চা-য়ে যদি
এক চামচ সন্তুষ্টির চিনি দেওয়া হয়,
তবেই তা পান করে এ জীবনে
সুখী হওয়া যায়!