সত্য আকাশের কিছু‌ মেঘ
কিংবা চোখের‌ নিচে নির্মল কালিমা
ঘুমের ঘোরে মুষলধারে নোনা জলের বৃষ্টি
অথবা স্থির কোনো অধিক কথা বলা পাহাড়


তারপর একটা উড়ে‌ যাওয়া নক্ষত্র বলেছিল-
চেষ্টার তো‌ কমতি রাখেনি সে
হবে কি ক্ষতি, আবার একটু নিজেকেও ভালোবাসলে?
হবে‌ কি লোকসান, একা কোনো পথ ধরে‌ হাঁটলে?