ঘুম ঘুম কুটি চোখে তুমি ঘুমের পিপাসা
জেগে থাকা এই রাতে তুমি জীবনের দিশা
তুমি রঙিন এক স্বপন, প্রেম সাগরের ঢেউ,
তুমি বিলীন বিহীন সুখ, আমারই তো কেউ!


শখের এই শহরে তুমি একটাই মোর শখ
তুমি বিনে যেন আমি নিষ্প্রাণ এক চক
তুমি আলতো কোনো আদর, মিষ্টি কোনো ভোর,
তুমি বিলীন বিহীন সুখ, আমারই তো কেউ!


অমাবস্যার এই জীবনে তুমি পূর্ণিমারই চাঁদ
পাখির মতো উড়ছো তুমি, ধরতে সাজাই হাজার খানেক ফাঁদ
তুমি কাজল চোখের রাণী, প্রেমের চায়ে চিনি,
তুমি বিলীন বিহীন সুখ, আমারই তো কেউ!


তোমায় আমি করবোই জয়, তুমি হিমালয়ের চূড়া
আশায় অটুট অপেক্ষা মোর, বয়স বেড়ে হই যতই বুড়া
তুমি রঙিন এক স্বপন, প্রেম সাগরের ঢেউ,
তুমি বিলীন বিহীন সুখ, আমারই তো কেউ!