একবার প্রচন্ড ব্যথা ছিল বুকে,
ঠিক বাম পাশটায়,
মেরুদণ্ডের হাড়ের নিচের দিকটায়,
জানি না কেন?
ঠিক ঐ সময়, নিজেকে ছোটবেলায় ফেরাতে চেয়েছিলাম।
চেয়েছিলাম বাস্তবতাহীন নিঃস্বার্থ এক স্বপ্নে বিভোর ঘুম দিতে।
চেয়েছিলাম সবার মুখোশধারী ভালোবাসা পেতে।
জানি না কেন?
তবে সেগুলো চাওয়াতেই মানায়।
পাওয়াটা সাধ্যের বাইরে।
তার কিছুক্ষন পরেই,
আমি চোখ বন্ধ করে ঘুমাতে চেয়েছিলাম।
কিন্তু চোখ দুটো বার বার খুলে গেলো!
আমি আমার তৃতীয় চোখে দেখতে পেলাম-
আমাকে ভেঙে চুরমার করা হচ্ছে
আমি ব্যবহার হয়েই যাচ্ছি,
তাও আবার আমারই ইচ্ছার বিরুদ্ধে!
জানি না কেন?
আমি দেখতে পেলাম, আমি জীবন যুদ্ধে বিজয়ী,
সবাই আমার বিজয় উল্লাস ভাগ করে নিয়েছে!
আমি দেখতে পেলাম, আমি জীবন যুদ্ধে হেরে গেছি,
সবাই আমাকে পাশ কাটিয়ে যে যার রাস্তা মাপছে!
যাদের কথায় আজ আমি জীবনের এ ভয়াল পাহাড়ি পথে
পা পিছলে ঝুলন্ত অবস্থায় মৃত্যুর কবলে,
তারাই চলে যাচ্ছে আমায় একা ফেলে!
জানি না কেন?
হঠাৎ চিন্তা করলাম, তবে কি মরে যাবো?
একদমই হেরে যাবো?
এখানেই থেমে যাবো?
না ।
কখনোই না।
আমার জন্য আমাকে বাঁচতে হবে!
আমার স্বপ্নগুলোকে বাঁচাতে হবে!
চিৎকার করে বলতে হবে- আমার রাজ্যে আমি অপরাজেয়!!
নিশ্চিত এই চিৎকার কেউ না শুনলেও একজন শুনবেন।
যিনি আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন।
হঠাৎ আমার মুঠোফোনে একটা কল আসলো।
আমি হাঁটতে থাকি আমার পথে,
নিঃস্বার্থ রবের সাথে!!


(পূর্ব তেঁজতুরি বাজার, ঢাকা।)