করিতে চাই ক্রন্দন,
তবে আমি পারিনা,
তাই আমি ব্যর্থ।


বিঘ্নে নেই কেউ,
মনে শুধু কুণ্ঠা,
সর্বাঙ্গে মানব,
প্রেমপীড়ায় অভিযুক্ত,
সমাজে ভোগান্তি,
কাননে দস্যু,
বিভাবরী ছদ্মবেশে নিষ্পলক দৃষ্টি,
তাই আমি নিশ্চুপ।


রুদ্ধগৃহে প্রদীপ্ত করি তামাক পালক,
প্রস্তুতিতে থাকে ক্রন্দন,
অনুভবে ধৃষ্ট মানব,
কুচকানো নেত্রে কালোছায়া।


দৈবক্রমে গ্রীবায় উষ্ণ নিঃশ্বাস!
অনুভবে ওষ্ঠ চুম্বন;
সে চুম্বনের প্রেমে পড়ে করি আলিঙ্গন।
অকাপট মনে বিলিয়ে দেই-
প্রত্যয়ের জোরে।


অকস্মাৎ সেই পূর্ব নিস্তব্ধতা!
ঈষৎ ক্ষণে দ্বিতীয় বিচ্ছেদ!
বুঝে না তা এই সমাজ।
গৃহ হয় ধোয়াচ্ছন্ন;
নিভে যায় প্রদীপ্ত পালক।
মানবের ভাবনায় আমি আসক্ত;
নিয়ে যায় আমায় অতিবাহিত ক্ষনে।
করিতে পারি না আর ক্রন্দন!
এ আমারই ব্যর্থতা!
তাই আমি ব্যর্থ।