তখন আমি আর সে নিদ্রায় থাকি,
প্রেম বিধ্বস্তে জাগ্রত হই!
সেটা ছিলো স্বপ্ন!
যদিও পাশে সে নেই!
পদচিহ্ন কে অনুসরণ করি,
খোলা দ্বীপ পর্যন্ত গিয়ে আর পাইনা,
অনিদ্রা নিয়ে দাড়িয়ে থাকি;
ভোর হয়,
পা এর নিচে রক্তের জমাট,
যদিও আশপাশে কেউ নেই;
রক্তের ঘ্রানে আমি চিনে ফেলি,
সে ই তো।
স্বপ্নের বিধ্বস্ত প্রেম-
বাস্তবতায় নিয়ে যায়।
এর পর থেকে আমি নিদ্রাহীন!