সেকালের প্রেম কে-
ভালোবেসে ভালো থাকি।


ঐ তো সেই মুগ্ধতা!
জানালার গ্রিলের ফাকা দিয়ে দেখা;
চোখাচোখি তে খেয়েছি চুমু,
তখন কেবলই কৈশোরে পা রাখা।


মনে পরে অধিক ক্ষন যাবার পরের কথা,
সিড়ির কোণে এক বিন্দু প্রেম,
আবেগীয় মনে জমেছিলো -
কত স্বপ্ন!
সুপ্ত শিহরণ!
হাসিমাখা ঠোঁট!
রয়েছে আরো কত শত কথা!


বুঝাতে  পারিনা সে ভালোবাসা।
হারিয়েছে কত,
আজও শুধু একটু খানিই জমে থাকা।