আজ হয়ে পড়িবে পূর্বদিন
কালের আবরণে -
হয়ে পড়িবে রিক্ত প্রাণ।
প্রবহণ শৈবালের মতো করে
চলে যাবো হিমসংহতি তল্লাটে।


অত্যধিক নাসাপথের নির্গত বায়ুতে হবো নিরাশ,
প্রচেষ্টায় হবো নিরর্থক,
অন্তরিন্দ্রিয়ে হবে বেদনা,
বিকৃত মস্তিষ্কে ঘুরিবে অবুঝ আখ্যান,
শুনিবে না কেউ বিষন্ন বিরহ,
বুঝিবে না এর অনুবাদ!
ক্ষুধার চুম্বনে হবো অধীর;
কুহেলী খেয়ে হবো পৌঢ় মাতাল!
শয়ন এ রঙ্গভূমিতে,
মুর্দ্দা এ কাব্য;
চাইবে না কেউ কৈফিয়ত,
হবো আমি চূর্ণীকৃত,
জাগ্রত হবে শেষ ভোরের ব্যর্থ উচ্চারণ।
মোক্ষ যাবে প্রতিপত্তি,
ছেড়ে দিবে গাত্র,
পঞ্চত্বপ্রাপ্তি যাবে চিত্ত,
চলে যাবো সাওর অতলে।