ভবিষ্যতের জন্য প্রতীক্ষা ক্ষনে
আর সময়ের মিশ্রনে-
দিবা হতে রদ হলো;
ভীত গাত্রের শিহরণে,
প্রতিশোধ নেমে এলো।


অপ্রত্যাশিত কালে,
আঘাত হানলো অভিশপ্ত বাক্য;
ভগ্ন গেলো ভন্ড ঐক্য,
নষ্ট হলো বানোয়াট চাকচিক্য।


বুঝেছে মানব,
খারাপের জন্য ভালো -
হতে লাগলো ধ্বংস;
আলোতে জন্ম নিলো কালো!
সভ্যতা হচ্ছে নিঃস্ব।