পাশাপাশি হেটে চলা শেষে হলে
হাত রাখা হাতের ওম-
মনে রেখো।
হারিয়ে গেলে;
যদি শিখে ফেলো চলতে শেখা
তবু মনে রেখো।
সময়ের স্রোত যদি বয়ে যায় খর
মুছে দিতে চায় স্মৃতি
মনে রেখো।
দূরত্ব বড় হয়ে দেখা দিলে
মন আলগা হয়ে গেলেও
মনে রেখো।
জড়িয়ে গেলে অন্য কোথাও
সমর্পিত হলে নিঃশর্ত
তবু মনে রেখো।