মানুষও কি তবে দিনের মতো?
অর্ধেক তার রৌদ্র আলোকোজ্জ্বল,
অর্ধেক তার নিকষ অন্ধকার।


যতটুকু ভালো তুমি নিজেকে ভাবো
ঠিক ততটুকু খারাপও কি নও?


আধা দিবস আধা রাত্র মিলে যেমন পূর্ণ দিন
আধা ভালো আদা মন্দ মিলে তেমনি পূর্ণ মানব।


শুধু রৌদ্রোজ্জ্বল দিবস যেথা অকল্পনীয়
কিংবা শুধুই কালো রাত্রি, ভাবতে পারো?


জীবনের বিকাশে যেমন দিবস অবশ্যম্ভাবী
বিশ্রামের তরেও সেথা রাত্রি অনস্বীকার্য।


শুধুই ভালো মানব, কোন মন্দ গুন নাই
কেমনে তবে সম্ভব?


একের বিনে অন্যের অস্তিত্ব যে বড়ই নিরানন্দময়।