বুদ্ধ কিংবা আ‌মি
মর্ম নই‌লে কল্প
মু‌ক্তি ও বন্দী
জ্ঞান নয় নিদ্রা
সাদা অথবা কা‌লো
কর্তা বা খল
মনু আর পশু
ভাব এবং দম
‌দেব আর যম
বক্তা বা শ্রোতা
মৃত্যু অথবা জন্ম
‌খেলা নয় ছল
‌পিতা ও সন্তান
জল নই‌লে মদ
‌মেধা কিংবা চিন্তু।