আজকেও এক টুকরো মেঘ ছিলো  
আকাশের পশ্চিম কোণে,
বেদনা বিধুর হৃদয়ে ছলছল করে
অশ্রু জমেছিল ও দুটো নয়নে।


ওরা নেতা আবেগ ছাড়ে
শক্ত হাতে ধরা মাইক্রোফোনে,
আর আমরা তা পারি না
তাই মায়া-মমতাগুলো জমা রাখি গোপনে।


অনেকে স্বপ্ন দেখে মনে মনে
উপলক্ষকে সিঁড়ি বানিয়ে উপরে ওঠার,
আমরা এমনি এক হতভাগা জাতি
নিজ স্বার্থকে আগেই আঁকড়ে ধরার।


সাহসী একজন মানুষ, অবিসংবাদিত
দেশপ্রেমে গড়া আগাগোড়া,
কতোটা ভালোবাসা থাকলে
স্বাধীনতার জন্য ছিলেন পাগলপারা।


কবি সেদিন এক মহাকাব্য
পাঠ করলেন লাখো জনতার মঞ্চে,
মূলকথা একটাই স্বাধীনতা, স্বাধীনতা
বিদ্যুৎ বেগে পৌঁছে গেল  বাঙালির রন্ধ্রে রন্ধ্রে।


আর বাকিটা ইতিহাস
স্বাধীনতার সোনালি ভোর,
স্বপ্ন দেখা ও দুটো চোখে
তখনো কাটেনি পুরোপুরি ঘোর।


তাং ১৫ আগস্ট ২০২৩ খ্রি.