অদৃশ্য হাতগুলো কম নয়তো ভয়ানক,
আঘাতটা কলিজায় করবে আচানক।
সাফল্যের সিঁড়িতে ওরা বাঁধা হয়ে উঠে,
সুযোগে ওরা সর্বস্ব নিয়ে যাবে লুঠে।


স্বজনের মুখোশ পরে সদা মারে পিছুটান,
ওরা মীরজাফরের প্রেতাত্মা, ইবলিশ শয়তান।
আড়ালে করে চন্ডিপাঠ, সাজায় আরাধনার ডালি,
সুসময়ে হা-হুতাশ করে আর দুঃসময়ে বাজায় তালি।


চেনার মাঝে অচেনা মানুষগুলো বড়ই আজব,
জীবনের বাঁকে বাঁকে ওরা বনে যায় তাজ্জব।
স্বার্থের করিডোরে এ মানুষগুলো সদা করে ভীড়,
নিজ স্বার্থ আদায়ে ওরা ছুড়ে মারে হিংসার তীর।