আশ্বিনে ঝরে বৃষ্টি আষাঢ়ের মতন,
চারিদিকে অন্ধকার অবিরাম বর্ষণ,
এ সময়ে হায়েনা দলবেঁধে করে ধর্ষণ।


সব আছে ঠিক, একেবারে মনুষ্যের আকার,
জন্ম তাদের ইবলিশের, হীন কুলাঙ্গার,
পাপের বিনাশ হবে কি, জিজ্ঞাসা এখন সবার।


অন্তরালে কত পাপিষ্ঠ কলকাঠি নাড়ে,
অসহায় অবলা নারীদের ইজ্জত কাড়ে,
ধ্বংস তাদের হবেই হবে এ পৃথিবীর 'পরে।


পাড়ায় মহল্লায় ওরা এখন ভয়ের কারণ,
উঠতি বয়সীদের  বাইরে যাওয়া বারণ,
শয়তানও তওবা করে, দেখে ওদের আচরণ।


কিশোর গ্যাং হোন্ডাবাহী ওরা দুর্ধর্ষ গুন্ডা,
মহল্লার ধ্বজাধারীর প্রশ্রয়ে উড়ায় ঝান্ডা,
সব পথ কি রুদ্ধ? মনুষ্যত্বের পিঠে ডান্ডা।


ভাগ্য দেখে বিধবা আজিরন, ইজ্জত কখন হারাবে?
মনে মনে ভাবে, হয়তো এলাকা ছেড়ে আগেই পালাবে,
সারারাত অভুক্ত কুকুরগুলো আর কত সাধু তাড়াবে।