মানুষের মন,
আকাশের মতন,
পাল্টায় যখন তখন।


কিন্তু আসমা বিবির বাপ,
চিন্তায় তার বেড়েছে মানসিক চাপ,
হিসাবের খাতা পরিপূর্ণ জানা-অজানা পাপ।


মানুষ হতে হয়,
এছাড়া আর কিছু নয়,
মানুষকেই মানুষ কয়!


বিবেকের আদালতে,
মানুষকে হয় মানতে,
নতুবা হয় প্রমাদ গুনতে।


ভালো আর মন্দ,
এ দুইয়ে হয় দ্বন্দ্ব,
এতে কেউ হারায় ছন্দ।


আলোর পথের পথিক,
হারায় না কখনো দিক,
ওরা আঁধারে জ্বলে ঝিকমিক।


মন্দ লোক পাপে ভরপুর,
সুরের মাঝে ওরা অসুর,
সদা রয় পাপে বিভোর।


এসো হে সুন্দরের পথে,
আঁধার ছেড়ে আলোতে,
সুন্দর পৃথিবী গড়তে।


তাং ১৬ নভেম্বর ২০২৩ খ্রি.