শোন! হে আঁধার পথের যাত্রী,
মনের মাঝে অপরাধ বাসা বাঁধে দিবারাত্রি।
কারোর সুখ কিনে হওয়া যায় না সুখী,
এমন সুখ মানুষকে করে রাখে রোগী।


ঠকায় ঠেকায়ে আয় করলে হয় হারাম,
প্রাসাদের ভেতরেও পাওয়া যায় না আরাম।
মনের পোকা দেহের ভেতর সদা করে কিলবিল,
ভেবে দেখো, ইবলিশের সাথে তোমার কত্ত মিল!


নয়ন জোড়ানো বাড়ি, মনভোলানো নারী,
বিলাসবহুল গাড়িতে আঁধার পথের যাত্রী।
চাটুকার দুর্বৃত্ত ঘিরে আছে চারপাশ,
সুযোগ পেলে দেবে ওরা এঁটেকলা বাঁশ।


তাং ১৯ মার্চ ২০২৩