রস ফুরালে বন্ধু রসিয়া,
যায় সে একেবারে চলিয়া,
শত চেষ্টায় না আসে ফিরিয়া।


স্বস্তি খুঁজো না এ পৃথিবীর 'পরে,
মোহাম্মদী বেগ আছে চারধারে,
মীরজাফর জন্ম হচ্ছে প্রতিটি ঘরে ঘরে।


স্বজন হয় শত্রু স্বার্থের লাগিয়া,
এমন স্বজন আছে, বুকে ছুরি মারিয়া,
পাষাণ হৃদয়ে তুলে ঢেউ কাঁদিয়া কাঁদিয়া।


হৃদয় বুঝেছে ভুল মানুষকে ভালবাসিয়া,
জীবন ওষ্ঠাগত আজি জ্বালাতন সহিয়া,
আশাগুলো আষাঢ়ের মেঘ হয়ে গেল ভাসিয়া।