শুরু হলো আষাঢ়,
ভালবেসে জাগুক হৃদয় সবার।
প্রকৃতিতে হবে প্রেমের চাষ,
প্রেমের ভারে হিংসা হোক নাশ।


বৃষ্টির জলে যাক মলিনতা ধুয়ে,
শ্রদ্ধা আর ভালবাসায় যাক হৃদয় নুয়ে।
বৃষ্টির প্রেমে মাটি হবে কাদা,
কষ্টের নীল মুছে আকাশ হবে সাদা।


আড়ালে থেকে ডেকে উঠবে ব্যাঙ,
সুর তুলে  ডাকবে ঘ্যাঙর ঘ্যাঙ।
খাল-বিল-ডোবায় জলে করবে থৈথৈ,
ডোবা থেকে উজানী উঠবে শিঙ আর কৈ।


প্রেয়সী আমার আনন্দে ভিজবে বৃষ্টিতে,
কদমফুলের সৌন্দর্য দেখবে অপলক দৃষ্টিতে।
পাশাপাশি হাঁটব দু'জন বৃষ্টি হলে অঝোর,
রাত জেগে প্রশান্তি, উপসনায় হবে ভোর।