প্রিয়তমা! তিনিও কথা রাখেননি,
তুমি সবসময় বলতে-
কথা দিয়ে কথা যারা রাখে না,
তারা অন্যকিছু হতে পারে,
কিন্তু  ভালো মানুষ হতে পারে না!


এখনতো কিছু কিছু মানুষ,
সকালে এক কথা আর বিকালে ভিন্ন কথা,
রাতের কথাই তো বাদ, প্রিয়তমা!
এধরণের মানুষের এখন আর নেই অভাব,
স্বার্থের পরীক্ষায় তারা পাল্টায় স্বভাব।


প্রিয়তমা! দিনকে দিন মিথ্যুকেরা,
অনর্গল উল্টোপাল্টা বকবক করছে,
সরলতার সুযোগ নিয়ে সবই হাতাচ্ছে।
প্রিয়তমা! এখন হাসা ছাড়া নাই গতি,
ওরা সংখ্যায় এত্তো বেশি, বানাবে উড়নচণ্ডী!