দেয়ালের আয়নায় বাইরের রূপ দেখা যায়,
ভেতরেরটা দেখা যায় না।
মনের আয়নায় দেখো ওগো প্রিয়তমা,
নিজকে নিজে চেনো কি না?


আমার আছো তুমি,
যেন যুগ যুগ ধরে কতো চেনা!
আমার ভেতর আছি আমি,
তবু খুঁজে পাই না তার ঠিকানা।


স্বার্থের আয়নায় দেখো না আমারে,
ওগো প্রিয়তমা! আমার চাঁদের কণা!
স্বার্থের টান এমনি, কেড়ে নেয় মনপ্রাণ,
তুমি তো জানো, স্বার্থ বাড়ায় মনের বেদনা।


তাং ২৩ সেপ্টেম্বর ২০২৩