ঐটাই হলো শেষ ঠিকানা,
চলবে না হেথায় কোন বাহানা।
এটা খোদ প্রভু দিয়েছেন ঘোষণা,
যারা বঞ্চিত হবে তাঁর সেই করুণা।


মানুষকে কষ্ট দেয়া ভালো না,
শেষ বিচারে মাফ পাবে না।
ক্ষমতা দেখানোর জিনিস না,
জানাযার মাঠেও ক্ষমা করবে না।


আজি সব আছে, কাল কেউ রবে না,
আঁধার কবরে কেউ সঙ্গী হবে না।
কাজের হিসাব দিতে হবে রে মনা,
ফাঁকি-ঝুঁকি ঐখানে তো চলে না।


দাঁত দেখাইয়া হাসি আর থাকবে না,
হাসি মারা মুখটাও হয়তো ঠিক রবে না।
যে মুখ দিয়ে মানুষকে করতে ভৎসনা,
সে মুখ করবে আহাজারি, বাঁচাতো যাবে না।


তাং ২৫ নভেম্বর ২০২২
হাশিমপুর,  চন্দনাইশ।