বাইরের লোক নয়,
সবচেয়ে কাছের লোক,
যতন করে ভেঙে দেবে আদরমাখা বুক।


যাকে তুমি আদর করে
রাখিতে সদা মাথার উপর,
সেই তো আগে খুঁড়িবে তোমার কবর।


স্বার্থের এ দুনিয়ায় কিছুই নাই রে,
মিছা দিয়ে সবই গড়া,
বুঝিবে মনা পরাণ পাখি দিলে উড়া।


আজকে যে কাছে এসে
বুকের সাথে থাকে বুক বাজায়,
দু'দিন পরে নিজের স্বার্থে সব ভুলে যায়।


বেঈমানির আসর ভেঙে গেলে
চিনিবে কারা ছিল বেঈমান?
কাছের লোক দেখিলে তখন বুকটা হবে খান খান।


তাং ২৫ এপ্রিল ২০২৩ খ্রি.