বরইপাতা গরম জল,
পাড়াপড়শি মিলে সকল,
শেষ ঠিকানায় নেবে, দিয়ে গোসল।


আট চাকার গাড়িতে চড়ে,
টেনে নেবে ধীরে ধীরে,
পালাবে কোথায়,স্বজনরা থাকবে ঘিরে।


জানাযার মাঠে বলবে সকল,
লোকটা ছিল, আসল না নকল?
অনেকে সেদিন ঝরাবে নয়ন জল।


রেখে আসবে গোরস্থানে একা,
অন্তর ভালো তো পাবে আলোর দেখা,
জীবন যেমন পাবে তেমন, বাকিটা ফাঁকা!