কতো যাতনা সয়ে সয়ে কেটেছে দু'হাজার বিশ,
শুরু থেকে মহামারি করোনা ছড়িয়ে ছিল বিষ।
পুরো বছর উৎকন্ঠা আর উদ্বেগে কেটেছে সময়,
করোনায় টের পেয়েছে, আসলে কেউ কারো নয়।


অনেকে এ অদৃশ্য করোনাকে বানিয়ে ঢাল,
মানুষকে জিম্মি করে হাতিয়ে নিয়েছে মাল।
আবার অনেকে ছিলো মানবতার কান্ডারি,
সেবার হাত বাড়িয়ে ওপারে দিয়েছে পাড়ি।


লাশের মিছিল ছিল সারি সারি বিশ্ব জুড়ে,
মরার ভয়ে কতো স্বজন পালিয়ে গেলো দূরে।
এ জগতে সকলি মায়া, বুঝিয়েছে করোনা দিয়ে,
তুমি বিনে সবই শূন্য, চলুক সকলে মিথ্যা এড়িয়ে।


কাঁদো আরো কাঁদো, হোক পাপ মোচন,
ইবলিশ ভর করেছে, লোভে বাড়ছে হৃদে জ্বালাতন!
আঁধার কেটে যাবে একদিন আলোর ঝিলিকে,
ক্ষমা করো প্রভু, ফিরিয়ে নাও আলোর দিকে।