তাঁরা চায় না প্রতিদান কোনো,
তাঁদেরকে মনে প্রাণে মানো।
তাঁরাই সঠিক পথের যাত্রী,
রবের ভয়ে থাকে দিবারাত্রি।


সদা পেতে ইচ্ছুক ভক্তের ভক্তি,
রতন হরণে যারা খাটায় বিবেকবুদ্ধি।
দেয়ার বিনিময়ে চায় ওরা প্রতিদান,
তাদের কী, আছে কোনো মান-সম্মান?