বৃষ্টি নামুক আকাশ ফেড়ে,
গরমে আর সহ্য হয় না রে,
একটু শান্তির বৃষ্টি চাই, নামুক অঝোরে।


বৃষ্টি নামুক প্রিয়ার চোখে,
বুকের আকাশটা ঢেকে যাক নীলে,
ভিজতে ভিজতে হাটবো দু'জন মিলে।


বৃষ্টিতে ভেসে যাক হিংসুকের হিংসা,
অনলে পুড়ে হোক ছাই,
বঙ্গবাজারের আগুনের মতো পুড়ুক,
আশেপাশে থাকা ইবলিশগুলো।


বৃষ্টি নামুক তপ্ত মাটির 'পরে,
হিমেল হাওয়ায় জুড়াক মনটারে,
এমন গরম অসম্ভব যাওয়া বাইরে!


বৃষ্টি নামুক অঝোরে,
অসহ্য গরম চলে যাক হাওয়ায় উড়ে,
দখিনা বাতাস বয়ে যাক ঝিরঝিরে।


বৃষ্টি নামুক সকাল বিকাল,
উঞ্চতায় দেশের লোক একেবারে নাকাল,
বৃষ্টিতে ভিজুক বন বনানীর তরু-তমাল।