আজ আকাশের মনটা খারাপ
ঝরছে অবিরাম বৃষ্টি আর বৃষ্টি,
শীতল আবেশ হারিয়ে যাবে
হয়তো ভেঙ্গে যাবে নমিতা দেবীর ঘর।


বৃষ্টি ভেজা শরীর নিয়ে পথে পথে
কাজের জন্য হাঁক দেবে গফুর মিয়া,
তালেব মাস্টার  রওনা দিলেন ছাতা হাতে
পিঁছনে তাকিয়ে রয় তাঁর প্রাণ বধুয়া।


কতো কথা রয়ে যায় ডায়েরির পাতায়
কতো স্বপ্ন ভর করে চোখের পাতায়,
আশাগুলো আজ পাখা মেলে উড়ে যায়।