সুন্দরের মাঝে অসুন্দর
খোঁজা মানুষগুলো,
মুখোশের আড়ালে তারা
সাজে শয়তানি সাজ,
অপরের ভালো কর্মগুলো
নষ্ট করা তাদের কাজ।


বেশ ভূষণে শত ভাগ সাধু
সুযোগ খোঁজে বেড়ায়,
অগোচরে খেয়ে যায় মধু
গোপনে কলকাঠি নাড়ায়।


অনেক আবার নিশান হাতে
অনর্গল জপে সত্যের বাণী,
নিজের ভাগটা বেহাত হতে
অন্যেরটা নিয়ে টানাটানি।


ভণ্ডরা দণ্ড হাতে সাজে কাজি
নিজ দুর্বলতা ঢাকতে তারা,
অসহায়কে নিয়ে চালবাজি
লুটেপুটে নেয়, বাছবিচার ছাড়া।