অমূল্য সম্পদ হলো চরিত্র,
এগুণে মানুষ হয় রে পবিত্র,
লোভের মোহে মানুষ আজি বড়ই বিচিত্র!


চরিত্র হারানোর নেই কোনো অজুহাত,
যারা হারিয়েছে, তারা হয়েছে কুপোকাত,
জুটিয়ে নিয়েছে অমানুষের অপবাদ।


চরিত্র যাদের হয়েছে মন্দ,
সারাজীবন লেগে থাকে সত্যের সাথে দ্বন্দ্ব,
বেশভূষায় মানুষ হলেও নেই যে মানুষের গন্ধ।


সৃষ্টির সেরা করে, পরালেন প্রভু মানব মুকুট,
মায়ায় পড়ে অনেকেই হয়েছে দলছুট,
চরিত্রহীন, নরাধম হয়ে সমাজে বিলায় কালকুট।