জীবনের শিকল হলে বিকল,
ওপাড়ে চলে যাবে সকল,
তখন চেনা যাবে আসল আর নকল।


জমা করা সব ধন-রতন,
অকেজো হবে মনা, হলে অচেতন,
সময় থাকতে করে নিও পথের যতন।


শাস্ত্রের কথা মেনে চলো,
অহিংসার দুয়ার খুলো,
অন্ধকার তাড়িয়ে যেভাবে আলো আসলো।


আসল ছেড়ে মনটা হলে নকল,
ইবলিশ পাঁজি নিবে রে মনা দখল,
আর জীবনের শিকল করবে বিকল।


পরান পাখি এক পলকে দিলে উড়াল,
ব্যর্থ হবে সবি, ছিন্ন হবে মায়াজাল,
কঠিন এ মহাসত্যকে করা যায় কি আড়াল?


মায়া বাড়ায় কি লাভ উদাসী এ মনে,
যত্নে গড়া সোনার দেহ পড়ে রবে বাঁশ বাগানে,
সময়ের সাথীরা স্বার্থ নিয়ে  মজবে, তুমি বিহনে