করোনা ভাইরাস সৃষ্টি করে প্রভু,
সৃষ্টিকে ভয়ের মাঝে রাখেন কভু,
শত বেদনায়ও ভুল পথে যাবো না তবু।


যুগ থেকে যুগে মানুষকে করেন তিনি পরীক্ষা,
তাঁরই দরবারে দুই হাত তুলে চাই জীবন ভিক্ষা,  
আঁধার ছেড়ে আলোতে আসতে নেবো দীক্ষা।


করোনা মহামারী দিয়ে তিনি কি আছেন চুপ,
অধিকন্তু, প্রকাশিত হচ্ছে মানুষের করুণ রূপ,
দুঃখ দুর হয়ে  সুখ ও শান্তি হোক  আরোপ।


বন্দনা করি যাই মোরা তোমারই শুধু,
ক্ষমা করো একটিবার, যারা খেয়ে যায় মধু,
এবার যদি না আসে সরলপথে, হয়ে যাক ফতু।


হে পরওয়ারদিগার মনেপ্রাণে দাও যে শক্তি,
এ করোনাকালে অন্তরে রাখি যেন ভয় আর ভক্তি,
জানি, এ ধরাধামে তুমি বিনে নেই কোনো মুক্তি।


মোদের তুমি করিওনা পরখ, নিও না কোনো পরীক্ষা,
নির্ঘাত করবো ফেল, এ ভুল থেকে জীবনে নেবো শিক্ষা,
বান্দা তোমার যতোদিন আছি জ্বালাবো সততার শিখা।