ওরা এখন মানুষকে মানুষ ভাবে না, ভাবে ছাগল,
বুকের জমিনটা আগলিয়ে রাখো, হতে পারে দখল।
দ্বিধায়-দ্বন্দ্বে পড়ে চিনতে পারি না আর আসল,
যেটা মনে হয় আসল, ওটাই হয়ে আছে নকল।


নদী দখল, চর দখল থেকে বাড়ি ভিটি সব,
চারিদিকে চলছে যেন শুধু দখলের উৎসব।
কেউ পাহাড় দখল নিয়ে করে গরু-ছাগলের চাষ,
কেউবা আবার বেদখল করে খেলে তুরুপের তাস।


মানুষ এখন বড়ই অসহায়, বসে বসে আঙ্গুল চুষি,
দখলবাজরা যা করে করুক, অনেকেই হচ্ছে খুশি!
ওদের আছে বড় বড় বাবা, কখন মারে যে থাবা,
সাহস হারিয়ে মানুষ আজ হয়ে আছে হাবা-গোবা।


গোরস্থানের মাটি আজকাল করে শুধু হা-হুতাশ,
কখন দখল হয়ে প্রাসাদ বানিয়ে ওরা করে বসবাস।
যার আছে সামান্য মাথা গোঁজার একখণ্ড জমি,
নিদ্রাহীন চোখে ভাবে, হবে বলে বেদখলের আসামি।