দেয়াল
----মোঃ হোসাইন জাকের


অনিচ্ছাতেই হাত ধরে পাশে,
কতো ভান করেছো হেসে হেসে।
ভাবের আগে কতই মিনতি,
বলেছিলে জান যাবে, রবে পিরিতি!


আলতো পরশে কপালে রেখে হাত,
আদর মাখা কন্ঠে বলেছো তুমি মোর চাঁদ।
বিশ্বাস করে মাথা রেখেছিলাম কোলে,
কী সুখ পেয়েছো? সন্দেহের দেয়াল তোলে।


আমার আছে জল, আজি দু'চোখ ভরে,
পুরনো দিনের কথা ঢেউ তুলে হৃদয় জুড়ে।
ভান সবই ভান, ধোঁকার এ দুনিয়ায়,
স্বার্থ শর্ত হয়ে মায়াবী বাঁধন ছিঁড়ে যায়।


হাতছানি দিয়ে কাছে ডাকলে কেউ,
হৃদয় নদীতে উঠে না আর খুশির ঢেউ।
নিরবে নিভৃতে কেঁদে উঠে এ মন,
স্মৃতির আকাশে তারাগুলো জ্বলে সারাক্ষণ।