ঈদ উৎসব সম্পূর্ণ অশ্লীলতামুক্ত,
গান-বাজনা, হইহুল্লোড়, পটকাবাজিমুক্ত,
আতশবাজি, রঙ নিক্ষেপমুক্ত।


এ উৎসবে নেই ধনী-গরিবের ভেদাভেদ,
মানতে হবে শরিয়তের আদেশ-নিষেধ,
শরিয়ত সমর্থন করে না এমন কাজও নিষেধ।


ধনী-গরিবের মাঝে দূর করতে হবে ব্যবধান,
ঈদুল ফিতরে ফিতরার ব্যবস্থা রাখে অবদান,
ঈদুল আজহায় করতে হয় গোশত দান।


মু’মিনের কেবল নয় আনন্দ উপভোগ করা,
নিজের সুখ অপরকে বিলি করা,
নিয়ম অনুযায়ী অসহায়কে দান করা।


অন্যের দুঃখে দুঃখী হওয়া,
ধনী-গরিবের বৈষম্য ভুলে যাওয়া,
সবাই মিলে এক কাতারে শামিল হওয়া।


তাং ২১ এপ্রিল ২০২৩